Tuesday, February 11, 2025
topটপ নিউজদেশ

বান্দরবানের মারায়ংতং পাহাড়ে পর্যটকের মৃত্যু !

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম শহরের অদূরে মারায়ংতং পাহাড়ে পর্যটকের মৃত্যু!

বান্দরবানের আলীকদম শহরের অদূরে জেলার অন‌্যতম পর্যটন স্পট মারায়ংতং পাহাড়ে ইফতেখার আহম্মেদ আবিদ (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন,২০২৪খ্রিঃ) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ভ্রমণের উদ্দেশ্যে ১২ জন পর্যটকের একটি দল আলীকদম যায়। এরপর মধ্যরাত ১টার দিকে ইফতেখার আহম্মেদ আবিদ (২০) নামে এক পর্যটক অসুস্থ হয়ে মারা যান।

আবিদ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার কালাহাতী গান্ধিনা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ছিলেন।

ইয়াসিন নামের স্থানীয় টুরিস্ট গাইডের মাধ্যমে শুক্রবার রাতে ইফতেখার আহম্মেদ আবিদ (২০) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে পার্শবর্তী লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আলীকদম থানার ওসি জনাব খন্দকার তবিদুর রহমান বলেন, বগুড়া থেকে আলীকদমের মারায়ংতং পাহাড়ে ঘুরতে এসে পর্যটক অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারকে মৃত্যুর খবর জানিয়েছি।

আলীকদম উপজেলায় পর্যটকের মৃত্যু নিয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভ্রমণ দলের একজন সদস্য পর্যটক অসুস্থ হয়ে পড়েন এবং তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়। কারণ এখনো স্পষ্ট হয়নি। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।