Saturday, January 25, 2025
BanglaGallerytopআরওটপ নিউজনারীনারীর মনরাজনীতিসাম্প্রতিকসাহিত‌্যস্বাস্থ‌্য

ভালবাসার গল্প, মায়া ! পর্ব-৫

গল্পঃ মায়া, পর্ব- ৫

শুভর গানটি অরিনের খুবই ভালো লেগেছে।
-গানটির কথা কে লিখেছেন শুভ?
শুভঃ কবি দেলোয়ার হোসেনের লেখা ।
অরিনঃ গানের কথাগুলো অসাধারণ ছিলো !
শুভঃ আপু কবি দেলোয়ার স্যারের কবিতাগুলো অসাধারণ আপু।
অরিনঃ তাই, দেখি উনার একটি কবিতা আবৃত্তি করতো ?
শুভঃ শুন আপু উনার ” এমনতো কথা ছিলোন “ কবিতাটি ।

আবৃত্তি করে শুনালো শুভ। কবিতাটি পড়ার পর কেমন জানি কবি সাহেবের প্রতি সম্মান বেড়ে গেলো অরিনের।
-অসাধারণ লেখেন তিনি, শুভ শুন, উনার কবিতা-গান আমাকে শুনাবে ।
শুভঃ ঠিক আছে, জি আপু।

এদিকে ঠিক বারোটা বেজে যেতেই কলিংবেলে আওয়াজ আসলো ক্রি ক্রি ক্রি! আব্বু আম্মুরা এলো বুঝি, হ্যাঁ উনারাই এলেন, এতো লেট হওয়া দেখে অরিন অভিমানে ঠোট ফুলিয়ে ফেলল।

শুভ বললো, শুভ বিবাহ বার্ষিকী। সকলে মিলে অরিনের রান্না করা খাবার মজা করে খেলো। সকলে গল্পগুজব করতে করতে প্রায় দুটোয় ঘুমুতে গেলো।

আজ রবিবার, রাহুলের বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা, উনি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন।

রাহুল ঠিক ঠাক মতো বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। ডাঃ সাহেব সব চেকাপ করে মিডিসিন লেখে দিলেন আর নিয়ম করে খেতে বললেন। তাতেই তিনি সেরে উঠবেন ।

রাহুল খুব খুশী হলো, বাবার রোগ ব্যাধি হতে মুক্তি পেতে আল্লাহ কাছে মনে মনে প্রার্থনা করল।
————-(আসছে, আরো…….)

  • লেখকঃ দেলোয়ার হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *