Tuesday, February 11, 2025
topটপ নিউজদেশ

শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আলীকদমে মানববন্ধন: বৈষম্য দূর করার আহবান

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়ে মানববন্ধন ও সভা আয়োজন করেন। “১০ম গ্রেড আমাদের অধিকার” শ্লোগানে ১২তম গ্রেডের প্রস্তাবনা সরাসরি প্রত্যাখ্যান করে, তারা ন্যায়সঙ্গতভাবে ১০ম গ্রেডের দাবিকে সামনে রেখে নিজেদের কথা তুলে ধরেন।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর,২০২৪ খিঃ) উপজেলা পরিষদ সড়কে আয়োজিত এ কর্মসূচিতে, সহকারী শিক্ষকরা তাদের বেতন বৈষম্য এবং শতভাগ পদোন্নতির দাবি স্পষ্টভাবে তুলে ধরেন। মানববন্ধনের পর, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ১০ জন শিক্ষক নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন এবং সম্মিলিতভাবে স্বাক্ষর করেন।

এই দশ সমন্বয়কারী শিক্ষক হলেন:

  • জাহানারা পারভীন লাকী (প্রধান সমন্বয়কারী),
  • উচাচিং মার্মা,
  • সুলতান মাহমুদ মাসুম,
  • থুইচামং মার্মা,
  • আরিফুর রহমান,
  • আনোয়ারুল হাকিম,
  • মেনথক মুরুং,
  • মোঃ নুরুল আমিন,
  • রাজীব ম্রো,
  • নিকচন পাল

তারা সবাই একসঙ্গে স্মারকলিপিতে স্বাক্ষর করে সরকারের কাছে তাদের ন্যায্য দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী জাহানারা পারভীন লাকী। এছাড়াও, উপস্থিত শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য দেন বদিউর রহমান রুস্তম।উপস্থিত সকল শিক্ষক তাদের অসামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো ও বৈষম‌্যের কথা তুলে ধরেন।

অনেক শিক্ষকরা তাদের দুঃখের কথা বলেন, “অষ্টম শ্রেণি পাস চালকদের বেতন যেখানে ১২তম গ্রেডে, সেখানে স্নাতক ডিগ্রিধারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে রয়েছেন। এটি অত্যন্ত বৈষম্যমূলক এবং শিক্ষকদের মর্যাদাহানির শামিল।”

তারা আরও বলেন, ১৩তম গ্রেডে বেতন পেয়ে শিক্ষকরা তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন। প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ স্তরের শিক্ষকরা এতটাই অবহেলিত যে, তা দেশের শিক্ষাব্যবস্থার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

“১০ম গ্রেডের বাস্তবায়ন এখন সময়ের দাবি,” তারা জোর দিয়ে বলেন। শিক্ষকরা আরও জানিয়েছেন, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এই বৈষম্য দূর করতে নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *